Monday, 30 June 2014

12 Zilhazz



আরবী বর্ষপঞ্জীর মধ্যে জিলহজ্ব মাস দ্বাদশতম বা সর্বশেষ মাস। এ মাসের ৯ তারিখ বিশ্বের মুসলিম সম্প্রদায় কাবাঘর তওয়াফ ও অন্যান্য আনুষ্ঠানিক কার্‌যাদি সমাপন উদ্দেশ্যে মক্কা নগরে একত্র হন। এ পরিপ্রেক্ষিতে এ মাসের ফযীলত এত অধিক যে, সংক্ষেপে বর্ণনা করলেও পুস্তিকার কলেবর বৃদ্ধির আশংকায় বিরত থাকতে বাধ্য হলাম। তা সত্বেও যে সব ফযীলত ই ইবাদতের কথা না জানলেই নয়, কেবলমাত্র সে সব ফযীলত ও ইবাদতের বর্ণনা সংক্ষেপে পাঠক-পাঠিকার খেদমতে পেশ করলাম। এ মাসে আল্লাহ্‌ পাক মর্‌যাদাপূর্ণ তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছেন। তা হলো-  Read More...>>>

1 comment: