অন্যান্য মাসের মত এটিও একটি আরবী চান্দ্র মাস।
সংখ্যার হিসেবে দশম মাস। রমযান মাসের ২৯ বা ৩০ দিনের সূর্যো ডোবার সঙ্গে সঙ্গে এ
মাসের প্রারম্ভ। পরের দিন "ঈদুল ফিতর"-এর দিন, বিশ্ব মুসলিমের খুশীর
দিন। ধনী গরীবকে সহানুভূতি ও সাহায্য তথা "ফিত্রা" দানের দিন। এটা
ভোজের দিবসও বটে। বছরে যে কয়দিন রোযা রাখা নিষেধ, তন্মধ্যে এটি একটি। মুসলিম
বিশ্বে আদর্শের দিক হইতে এই দিনটি অতি পবিত্র ও সম্মানিত। এ মাসের আরেকটি বৈশিষ্ট্য এই যে, এ মাসে আল্লাহর প্রিয় বান্দাকে বিপথগামী
করার জন্য বিতাড়িত শয়তান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকে এবং রমযান মাসের পরাজয়ের
প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর হয়। তাই প্রত্যেক ঈমানদার মোমীনকে এ মাসে বিশেষ সতর্কতা
অবলম্বন করা দরাকার। অন্যথায়, যে কোন মুহুর্তে পদস্থলন হতে পারে। সে পদস্থলন থেকে
বাঁচতে হলে কিছু ইবাদত বন্দেগীর প্রয়োজন, যাতে শয়তানের Read More...>>>
No comments:
Post a Comment